৩১/৭/২০২৪ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইল এর উদ্যোগে সহকারী পরিচালক জনাব Mohammad Nazrul Islam এর নেতৃত্বে নড়াইল সদর থানা ধীন হাতিরবাগান বাস স্ট্যান্ড রাজু স্যানেটারির সামনে লিটন ট্রাভেলস বাস তল্লাশি করে একটি নেভি ব্লু রঙের ট্রাভেল ব্যাগের ভিতর ৩৮ (আটত্রিশ) বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক উপ-পরিদর্শক জনাব শাহরিয়ার হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা রুজু করেন। আসামী-কালু গাজী(৩৪)
পিতা : মৃত ছবেদ গাজী,মাতা: মৃত জোহরা বেগম সাং: ছোট আচরা, থানা:
বেনাপোল, জেলা: যশোর।